হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীবেশে ২ প্রবাসীকে অচেতন করে লুট, গ্রেপ্তার ১

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে দুই প্রবাসীর সর্বস্ব লুটের ঘটনায় অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মো. মামুন (৩১)। গতকাল বুধবার রাত ১০টার দিকে বিমানবন্দরের অভ্যন্তর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। 

আজ বৃহস্পতিবার বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান। গ্রেপ্তার মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, যাত্রীবেশে ব্যাগ নিয়ে বিমানবন্দরে ঘুরে বেড়াতো মামুন। পরে কৌশলে প্রবাসীর গন্তব্য জেনে একই দিকে যাবেন বলে সহযাত্রী হতেন। যাত্রাপথে সুযোগ বুঝে প্রবাসীকে অচেতন করে সর্বস্ব লুটে নিতেন। 

তিনি জানান, গত ৫ আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। কৌশলে প্রবাসীর গন্তব্য জেনে নেন প্রতারক মামুন। এর পর নিজেও একই দিকে যাবেন বলে এক সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। আস্থা অর্জন করে পথিমধ্যে যাত্রী অজিত সরকারকে জুস পান করান। পরে অজিত অজ্ঞান হলে তাঁর সকল মালামাল নিয়ে পালিয়ে যান মামুন। 

একইভাবে দোহা থেকে ঢাকা ফেরার পর গত ৮ আগস্ট অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ইয়াসিন আরাফাত। পরে তিনি গত ১৩ আগস্ট বিমানবন্দর এপিবিএনে অভিযোগ করেন। অন্যদিকে অজিতও একই অভিযোগ করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মামুনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালেও বিমানবন্দরের অভ্যন্তরে যাত্রী বেশে ঘোরাঘুরি করছিলেন তিনি। 

গ্রেপ্তারের পর নিজেকে যাত্রী দাবি করলেও পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যাত্রীকে অচেতন করে তাঁদের মালামাল লুটে নেওয়ার কথা মামুন স্বীকার করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার