হোম > সারা দেশ > ঢাকা

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকালে এই অভিযান শুরু হয়। অভিযানে ইট, বালু ও পাথরের আড়তসহ আশপাশের অন্তত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।

উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এখানে অবৈধভাবে ইট—পাথরের আড়তসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই চলছে। এতে করপোরেশন কোনো রাজস্ব পায় না। এ ধরনের অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশের প্রয়োজন নেই। জনগণের স্বার্থেই এসব জায়গা উদ্ধার করা হবে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। তারা চাইলে বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা চালাতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ করবে। তবে অবৈধ দখলদারি আর চলবে না।’

ডিএনসিসির প্রশাসক আরও বলেন, ‘সিটি করপোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা আমাদের দায়িত্ব। এসব জায়গা উদ্ধার করে মাঠ ও পার্ক করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীতে খোলা জায়গার সংকট রয়েছে, তাই এসব উন্মুক্ত স্থানের প্রয়োজনীয়তা আরও বেশি।’

গাবতলী বেড়িবাঁধ এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হওয়া প্রায় ১৫০ একর জমি দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে জানান তিনি।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে