হোম > সারা দেশ > গাজীপুর

বিএনপির নেতা-কর্মীদের বাড়ি তল্লাশির অভিযোগ, গ্রেপ্তার ৭

রাজধানী ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম অভিযোগ করে বলেন, বিনা কারণে গতকাল রাতভর উপজেলা বিভিন্ন ইউনিয়ন তল্লাশি চালিয়ে সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ছাড়া আরও দুজন নেতা-কর্মী গ্রেপ্তার রয়েছে বলে দাবি করেন মোহাম্মদ আক্তারুল আলম। তিনি জানান, বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় করছে।

আটক নেতা-কর্মীরা হলেন তেলিহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (৩৫), গাজীপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সুমন আকন (৪৩), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সুজন মন্ডল, শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন (৪৫) এবং পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহ্ আলম (২৫)। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন