হোম > সারা দেশ > গাজীপুর

বিএনপির নেতা-কর্মীদের বাড়ি তল্লাশির অভিযোগ, গ্রেপ্তার ৭

রাজধানী ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম অভিযোগ করে বলেন, বিনা কারণে গতকাল রাতভর উপজেলা বিভিন্ন ইউনিয়ন তল্লাশি চালিয়ে সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ছাড়া আরও দুজন নেতা-কর্মী গ্রেপ্তার রয়েছে বলে দাবি করেন মোহাম্মদ আক্তারুল আলম। তিনি জানান, বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় করছে।

আটক নেতা-কর্মীরা হলেন তেলিহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (৩৫), গাজীপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সুমন আকন (৪৩), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সুজন মন্ডল, শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন (৪৫) এবং পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহ্ আলম (২৫)। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির