হোম > সারা দেশ > গাজীপুর

বিএনপির নেতা-কর্মীদের বাড়ি তল্লাশির অভিযোগ, গ্রেপ্তার ৭

রাজধানী ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম অভিযোগ করে বলেন, বিনা কারণে গতকাল রাতভর উপজেলা বিভিন্ন ইউনিয়ন তল্লাশি চালিয়ে সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ছাড়া আরও দুজন নেতা-কর্মী গ্রেপ্তার রয়েছে বলে দাবি করেন মোহাম্মদ আক্তারুল আলম। তিনি জানান, বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় করছে।

আটক নেতা-কর্মীরা হলেন তেলিহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (৩৫), গাজীপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সুমন আকন (৪৩), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সুজন মন্ডল, শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন (৪৫) এবং পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহ্ আলম (২৫)। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ