হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতির মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানি নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে মাওনা বরমী আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নানি বেগম (৫০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পূর্বদিপেশ্বর গ্রামের আবুল কালামের স্ত্রী ও তাঁর নাতি নাঈম (০৩) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উস্তি ইউনিয়নের বাঘেরগাঁও গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা বরমী থেকে অটোরিকশায় শ্রীপুরের এমসি বাজার এলাকায় মেয়ের জামাতার ভাড়া বাসায় যাচ্ছিল। পরে টেংরা এলাকায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নিহত নাইমের মা ময়না বেগম জানান, তার ছেলে নাঈম নানির সঙ্গে হোসেনপুরের গ্রামের বাড়িতে থাকত। ময়না বেগম ও তাঁর স্বামী সাদেক এমসি বাজার এলাকার ব্যাপারী পাড়ার আতিকুল ব্যাপারীর বাড়িতে ভাড়ায় থাকতেন। স্বামী-স্ত্রী দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার সকালে তার মা বেগম শিশু নাঈমকে নিয়ে হোসেনপুর থেকে এমসি বাজারে তাঁদের ভাড়া বাসায় আসছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় ছেলে ও নানির মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম আক্তার জানান, রফিক নামের এক সিএনজি চালক এক নারী ও শিশুকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই নারী ও শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ