হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগীর মা বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন বন্দরের চৌধুরীবাড়ি এলাকার কুতুবউদ্দিনের ছেলে টিপু সুলতান (২৬), আব্দুল হাকিমের ছেলে সজিব হোসেনসহ (২৫) দুই অজ্ঞাতনামা ব্যক্তি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি অভিযোগের বরাত দিয়ে বলেন, ভুক্তভোগী কিশোরী অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করা একটি কোম্পানিতে কাজ করে। ১ এপ্রিল রাতে বাড়িতে ফেরার সময় রাস্তা থেকে চার ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। পরে টিপু সুলতান তাকে ধর্ষণ করেন।

তরিকুল ইসলাম আরও বলেন, ‘তিন দিন আগে টিপু সুলতানের পরিবার একই থানায় অপহরণের অভিযোগে একটি লিখিত আবেদন করে। সেখানে মেয়েটির পরিবারের সদস্যদেরও অভিযুক্ত করা হয়। আমরা জানতে পেরেছি, মেয়েটির আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। তবে প্রথম স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।’

যেহেতু ধর্ষণের অভিযোগের আগে অপহরণের অভিযোগ করা হয়েছে, তাই উভয় অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন