হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে রেলের জমি থেকে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী শহরের বাসাইল এলাকায় আজ বুধবার রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে রেলওয়ের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার তৃতীয় দিনের মতো এই অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় শহরের বাসাইল এলাকার শাপলা চত্বর ও আরশীনগর রেলক্রসিং এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধা পাকা ও টিনশেড ঘর, দোকানপাটসহ অস্থায়ী সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ ও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও মহল দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে ও পুরাতন মদনগঞ্জ রেলপথের পাশের রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলে। রেলওয়ে কর্তৃপক্ষ দফায় দফায় এসব স্থাপনা উচ্ছেদ করলেও ফের স্থাপনা গড়ে তোলা হয়। এতে রেলওয়ের পাশের সড়কগুলো সরু হয়ে চলাচলে বিঘ্ন ও সৌন্দর্য নষ্ট হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, একাধিক নোটিশ ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রচার চালানোর পরও অনেকে তা মানেননি। এ জন্য অভিযান চালানো হয়। এ পর্যন্ত তিন দিন ধরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ