হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।

শনিবার (২৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ঘটিকায় সময় গুলিস্তান বঙ্গভবনের মোড়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত প্রান্তপালের বাবা উজ্জ্বল পাল বলেন, তাদের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনকরকাঠি গ্রামে। বর্তমানে শ্যামপুর মাতবর বাজার এলাকায় থাকে। এবং সে এবং তার ছেলে নিউমার্কেট এলাকায় ঝাল মুড়ি বিক্রি করে।

তিনি আরও বলেন, রাতে ঝালমুড়ি বিক্রি শেষ করে দুজন আলাদা বাইসাইকেল যোগে শ্যামপুরের বাসায় যাচ্ছিল। সাইকেল নিয়ে প্রান্ত ছিল আগে। গুলিস্তান বঙ্গভবনের কোনায় আসলে একটি ট্রাক ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পরে আহত হয় প্রান্ত। দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন গুলিস্তান এলাকা থেকে স্বজনরা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ট্রাক ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ