হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।

শনিবার (২৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ঘটিকায় সময় গুলিস্তান বঙ্গভবনের মোড়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত প্রান্তপালের বাবা উজ্জ্বল পাল বলেন, তাদের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনকরকাঠি গ্রামে। বর্তমানে শ্যামপুর মাতবর বাজার এলাকায় থাকে। এবং সে এবং তার ছেলে নিউমার্কেট এলাকায় ঝাল মুড়ি বিক্রি করে।

তিনি আরও বলেন, রাতে ঝালমুড়ি বিক্রি শেষ করে দুজন আলাদা বাইসাইকেল যোগে শ্যামপুরের বাসায় যাচ্ছিল। সাইকেল নিয়ে প্রান্ত ছিল আগে। গুলিস্তান বঙ্গভবনের কোনায় আসলে একটি ট্রাক ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পরে আহত হয় প্রান্ত। দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন গুলিস্তান এলাকা থেকে স্বজনরা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ট্রাক ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন