হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।

শনিবার (২৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ঘটিকায় সময় গুলিস্তান বঙ্গভবনের মোড়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত প্রান্তপালের বাবা উজ্জ্বল পাল বলেন, তাদের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনকরকাঠি গ্রামে। বর্তমানে শ্যামপুর মাতবর বাজার এলাকায় থাকে। এবং সে এবং তার ছেলে নিউমার্কেট এলাকায় ঝাল মুড়ি বিক্রি করে।

তিনি আরও বলেন, রাতে ঝালমুড়ি বিক্রি শেষ করে দুজন আলাদা বাইসাইকেল যোগে শ্যামপুরের বাসায় যাচ্ছিল। সাইকেল নিয়ে প্রান্ত ছিল আগে। গুলিস্তান বঙ্গভবনের কোনায় আসলে একটি ট্রাক ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পরে আহত হয় প্রান্ত। দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন গুলিস্তান এলাকা থেকে স্বজনরা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ট্রাক ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার