হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ১১ জন দগ্ধ

সাভার (ঢাকা) ­ প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন, মোছা. জহুরা বেগম (৭০), মোছা. সূর্য বানু (৫৫), মো. মনির হোসেন (৪৩), সোহেল মিয়া (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)।

হাসপাতালে চিকিৎসাধীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

দগ্ধ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দোতলা ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন মো. সুমন। শবে বরাত উপলক্ষে সুমনের মা ও ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসেন। রাতের খাবারের পর পিঠা বানানোর সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। তাতে নারী, শিশুসহ ১১ জন দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাস্টমার কেয়ার ম্যানেজার মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ১১ জন দগ্ধ অবস্থায় এসেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

এ ব্যাপারে স্থানীয় জিরাবো ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের সঙ্গে কথা বলে জানা যায়, এ অগ্নিকাণ্ডের কোনো বার্তা তাদের কাছে নেই। তাদের কোনো টিম ঘটনাস্থলে যায়নি।

গতকাল রাত দেড়টার দিকে আশুলিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন, খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট