হোম > সারা দেশ > ঢাকা

ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করল হাসিমুখ ফাউন্ডেশন

গতানুগতিক ধারার বাইরে গিয়ে পথশিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, ব্লাড গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে হাসিমুখ ফাউন্ডেশন।

হাসিমুখ ফাউন্ডেশনের সমন্বয়ক আশিক বিন আমির এবং তার কয়েকজন বন্ধু মিলে ২০১৭ সাল থেকে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করে আসছে। 

সংগঠনটি জানায়, ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপনের উদ্দেশ্য সবার মুখে হাসি ফোটানো। বাচ্চাদের নিয়ে কেক কাটা হয়েছে। এছাড়া এক বেলা খাবার এবং বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চারটি জেলায় (ঢাকা, চট্টগ্রাম, গাইবান্ধা, নাটোর) এ কর্মসূচি পালিত হয়েছে। প্রায় ৬০০ বাচ্চাকে নিয়ে এবারের ‘হাসিমুখ: Our Valentine’ ইভেন্ট উদযাপিত হয়েছে। 

ঢাকার ইভেন্টে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এছাড়া আরও উপস্থিত ছিলেন-রিসালাত সিদ্দীক, নাহিদ আক্তার, সুরাইয়া সিদ্দিকী, দিপেশ নাগ, অবন্তি সিথী প্রমুখ।

হাসিমুখ ফাউন্ডেশনের সমন্বয়ক আশিক বিন আমির বলেন, ‘জীবনতো একটাই, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে যেতে চাই।’ 

উল্লেখ্য, হাসিমুখ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক বেসরকারি প্রতিষ্ঠান। সামাজিক দারিদ্র্য বিমোচন এবং ১১টি পরিকল্পিত লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে হাসিমুখ ফাউন্ডেশন। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে