হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় আ.লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা পৌর আওয়ামী লীগের সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. ওদুদ সরদার অতুরের (৬৫) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার পৌর শহরের মৈশালা গ্রামের মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। 

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সরদার বাসস্ট্যান্ড ও মৈশালা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আহত অতুর সরদার বলেন, প্রতিদিনের মতো মৈশালা বাজার এলাকার বাড়ি থেকে ফজরের নামাজের পর হাঁটতে বের হন। এ সময় মৈশালা স্কুলের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে মৌরাট ইউনিয়নের আনছার বিশ্বাসের দুই ছেলে আল আমিন ও উজ্জলসহ কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা করে। দুর্বৃত্তরা তাঁর দুই হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।  

তিনি বলেন, আনছার ও তাঁর ছেলেরা অস্ত্রধারী সন্ত্রাসী। তারা অস্ত্র নিয়ে ওই এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। ইতিপূর্বেও তাদের এ অবস্থার কথা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। ওদের নামে একাধিক মামলাও রয়েছে। 

এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ