হোম > সারা দেশ > ফরিদপুর

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক

ফরিদপুর প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে) গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা টোল আদায় করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় ১৫ হাজার ৬৫০টি যানবাহন পারাপার হয়েছে। এই এক্সপ্রেসওয়েতে প্রথম দিন যান চলাচলে ধীরগতি থাকলেও দ্বিতীয় দিনে এসে তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থানে অবস্থিত টোল প্লাজায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হয়। প্রথম দিন চারটি বুথে টোল আদায় করা হয়। পরে যানজটের কারণে কর্তৃপক্ষ বুথ বৃদ্ধি করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুথ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। 

গতকাল শুক্রবার সকাল থেকেই টোল প্লাজায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে। তবে আজ শনিবার স্বাভাবিক হয়েছে যানবাহন পারাপার। 

বগাইল টোল প্লাজার ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, প্রথম দিন শুক্রবার টোল প্লাজায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। কিন্তু আজ শনিবার যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাতে টোল প্লাজায় যানবাহন পারাপার সমস্যা না হয় সে কারণে আরও বুথ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

মো. ফারুক হোসেন আরও বলেন, আটটি বুথের মধ্যে ঢাকা থেকে আসা যানবাহনের জন্য দুটি এবং ঢাকাগামী যানবাহনের জন্য ছয়টি বুথ চালু রয়েছে। এ ছাড়া আরও চারটি বুথ চালু করা হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হামিদউদ্দিন আহমেদ জানান, হাইওয়ে থানার সদস্যরা টোল এলাকায় কর্মরত রয়েছেন। যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস