হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মোট ১০ কিলোমিটার এলাকাজুড়ে আটকে আছে শত শত যানবাহন। 

আজ বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা অবস্থায় যানজট দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ পরিদর্শক এ কে এম শরফুদ্দিন। 

পুলিশ জানায়, সোনারগাঁও এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাভার্ড ভ্যান উলটে যাওয়ায় যানজট তৈরি হয়। বর্তমানে মহাসড়কের চিটাগাং রোড থেকে মদনপুর, কেওঢালা থেকে লাঙ্গলবন্ধ পর্যন্ত যানজট রয়েছে। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত উভয় লেনে তীব্র যানজট রয়েছে। 

সরেজমিনে জানা গেছে, তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রী ও পথচারীরা। গাড়িতে উঠতে না পেরে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল অনেক যাত্রী। যারা গাড়িতে উঠেছে, তারাও লম্বা সময় বসে ছিল একই স্থানে। একদিকে যানজট, অন্যদিকে ভারী বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। স্বল্প দূরত্বের যাত্রীদের বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

রবিন ইসলাম নামের এক ব্যবসায়ী চিটাগাং রোড থেকে কাঁচপুর যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হেঁটেই রওনা হন। তিনি বলেন, রাস্তায় গাড়ি তো চলছেই না। বাসে উঠলে আরও লেট হবে। এখন ভিজে ভিজে দোকানে যাওয়া ছাড়া উপায় নেই। 

এনা বাসের চালক মহসীন বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে শিমরাইল থেকে চিটাগাং রোড পর্যন্ত এগোতে পেরেছি। অথচ এইটুকু রাস্তা পার হতে এক মিনিটও লাগে না। শুনলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সামনে।’ 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক এ কে এম শরফুদ্দীন বলেন, সকালে সোনারগাঁওয়ের লাঙ্গলবন্ধ এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। এখন সেই কাভার্ড ভ্যান সরিয়ে ফেলা হয়েছে। খুব দ্রুতই যানজট কমে আসবে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট