হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জেলা প্রশাসকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে।’ 

নির্বাচনকে কেন্দ্র করে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তিনি নির্বিঘ্নে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। 

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের নির্বাচনের সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটগ্রহণকারী কর্মকর্তা, ভোটগ্রহণের সরঞ্জাম আমরা পৌঁছে দিয়েছি। আমাদের ৯ জন ম্যাজিস্ট্রেট এবং ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে। পাশাপাশি আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। পুলিশের প্রায় ৭৬টি টিম রয়েছে। এর মধ্যে ৩০টি টিম মাঠে আছে। র‍্যাবের রয়েছে ৬৫টি টিম। বিজিবির ১৪টি দল মাঠ পর্যায়ে কাজ করছে, আরও ৬টি দল আগামীকাল যুক্ত হবে।’ 
 
জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। আগামীকালের (রোববার) নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আমাদের প্রত্যাশা ভোটাররা সুন্দরভাবে এসে ভোট দিতে পারবেন।’ 

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন