হোম > সারা দেশ > মাদারীপুর

গোসলের জায়গা না পেয়ে অযুখানায় টলে পড়ে মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ইফতারের সময় শিবচরের পাঁচ্চর সোনার বাংলা প্লাজা সামনে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির শার্টের পকেটে একটি জন্ম নিবন্ধন কার্ড ছিল। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তার নাম মাহমুদুল হাসান মিনুর। তিনি মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে এসে লোকটি মসজিদের পাশে গোসল করতে চায়। এ সময় গোসলের জায়গা না পেয়ে ওযুখানায় শরীরের পানি দিতে গিয়ে টলে পড়ে যায়। আশপাশের লোকজন এই অবস্থা দেখে স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসক ডেকে আনলে ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয়রা ধারণা করছেন, প্রচণ্ড গরমের কারণে হয়তো সে হিট স্ট্রোক করেছে। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

শিবচর থানার উপপরিদর্শক (এসআই) শোভন ভট্টাচার্য বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তিনি গোসল করতে চেয়েছিলেন। কিন্তু সে ব্যবস্থা না থাকায় ওযুখানায় গিয়ে শরীরে পানি দেওয়ার চেষ্টা করেছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। তার পকেটে একটি জন্ম নিবন্ধনের কপি রয়েছে। ওই ঠিকানা অনুযায়ী তার স্বজনদের জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লোকটি কি কারণে এখানে এসেছে তা জানা যায়নি। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক হতে পারে।’

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত