হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আসামি ৪ হাজার, পৃথক ঘটনায় গ্রেপ্তার ২৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানার বাইরে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় তিন-চার হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায়  ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আরেকটি কারখানায় ভাঙচুরের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ৩-৪ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক কারখানা তুসুকার ভেতর শ্রমিকেরা ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ ১১ জনকে আটক করে। আটক সবাই বিভিন্ন কারখানার শ্রমিক। মামলায় গ্রেপ্তার ওই ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৩-৪ হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামলা করার পর আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ১২ জন। 

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে এজাহারভুক্ত ১১ জন এবং মামলা করার পর অভিযান চালিয়ে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বয়স কম থাকায় দুজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। একজনকে পুলিশের গাড়িতে ভাঙচুর মামলায় এবং ১২ জনকে অপর কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে এই ১২ জনকে পুলিশের গাড়ি ভাঙচুর মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আজ শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড আবেদনের পর শুনানির জন্য রেখে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এ ঘটনায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ