হোম > সারা দেশ > ঢাকা

গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা মো. মোক্তার হোসেন মন্ডলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন মন্ডল ঢাকা জেলা বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। 

চলতি বছরের ২৯ জুলাই আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে ও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন। সেদিন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি। এ ঘটনায় বিভিন্ন সময়ে এ পর্যন্ত আনুমানিক ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সেই ঘটনায় জড়িত সন্দেহে তথ্য প্রমাণ পাওয়ায় মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অধিকতর তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন কেউ কেউ।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯