টাঙ্গাইলে ট্রাকের চাপায় জুয়েল (২৬) নামে এক মোটসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুয়েল টাঙ্গাইল সদর উপজেলার যুগির বয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে জুয়েল আশেকপুর বাইপাস এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটসাইকেল চালকের মৃত্যু হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার এসআই লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহতের মোটরসাইকেলটি পাওয়া গেলেও ট্রাক ও চালক পালিয়ে গেছে।