হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে রিকশাকে ধাক্কা দেওয়া সেই গাড়িচালক মাসহ আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে গত শুক্রবার বেপরোয়া গতির একটি প্রাইভেট কার এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও রিকশায় থাকা আরোহীরা আহত হন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় আজ রোববার প্রাইভেট কারের চালক দশম শ্রেণির শিক্ষার্থী তাসকিন ও তার মা সুমাইয়াকে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে তেজগাঁও বিভাগের পুলিশ।

আজ রোববার তাদের দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। 

ডিসি বিপ্লব বলেন, ‘বেইলি রোডে রিকশাকে ধাক্কা দেওয়ার ঘটনায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর পুলিশের সহায়তায় আজ রোববার ভোরে তাদের আটক করা হয় এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়। আটক দুজনকে ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় তাসকিনের বাবা ও বড় ভাইকে হাতিরঝিল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বেইলি রোডে বেপরোয়া একটি প্রাইভেট কার এক রিকশাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রিকশারোহী বাবা ও ছোট্ট শিশু। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। 

এই ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কালো রঙের একটি প্রাইভেট কার রাস্তার বাঁ পাশ দিয়ে চলন্ত একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি