হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে রিকশাকে ধাক্কা দেওয়া সেই গাড়িচালক মাসহ আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে গত শুক্রবার বেপরোয়া গতির একটি প্রাইভেট কার এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও রিকশায় থাকা আরোহীরা আহত হন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় আজ রোববার প্রাইভেট কারের চালক দশম শ্রেণির শিক্ষার্থী তাসকিন ও তার মা সুমাইয়াকে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে তেজগাঁও বিভাগের পুলিশ।

আজ রোববার তাদের দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। 

ডিসি বিপ্লব বলেন, ‘বেইলি রোডে রিকশাকে ধাক্কা দেওয়ার ঘটনায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর পুলিশের সহায়তায় আজ রোববার ভোরে তাদের আটক করা হয় এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়। আটক দুজনকে ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় তাসকিনের বাবা ও বড় ভাইকে হাতিরঝিল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বেইলি রোডে বেপরোয়া একটি প্রাইভেট কার এক রিকশাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রিকশারোহী বাবা ও ছোট্ট শিশু। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। 

এই ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কালো রঙের একটি প্রাইভেট কার রাস্তার বাঁ পাশ দিয়ে চলন্ত একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ