তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার দিন ও রাত মিলিয়ে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এ পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন।
বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকলের মরদেহ জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃতরা হলেন, ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), গুলিস্তান বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮), গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৪)।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইজতেমা ময়দানে ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান।
রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সাদপন্থীদের আয়োজনে ৫৬তম বিশ্ব ইজতেমা এবারের আসর।