গাজীপুরের শ্রীপুরে এক পোশাককর্মীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের লোহাগাছ এলাকা থেকে তাঁদের আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক তিনজন হলেন উপজেলার ভাঙনাহাটি গ্রামের মাসুদ (২০), হিমেল (১৮) ও মুন্না (১৮)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের নির্জন এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে পোশাককর্মী শরিফ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি করেন।
স্থানীয়রা জানান, উপজেলার শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের নির্জন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পোশাককর্মী শরীফ ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ সময় স্থানীয়রা টের পেয়ে ছিনতাই করা মোবাইল ফোন, মানিব্যাগসহ ওই তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে। ওই স্থানে সন্ধ্যার পর প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা পথচারীদের অটোরিকশা, মোটরসাইকেল আটকে মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে পোশাককর্মীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।