হোম > সারা দেশ > ঢাকা

জামালপুর থেকে সাভারে এসে স্কুলশিক্ষকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

জামালপুর থেকে সাভারে চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। এর আগে তিনি সাভারের একটি ক্লাবে মদপান করেছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। 

তিনি জামালপুর জেলা সদরের নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক এবং নান্দিনা এলাকার মশিউর রহমানের ছেলে। 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে ওই শিক্ষক সাভারের আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় তাঁর চাচাতো ভাইয়ের বাড়িতে স্ত্রী-সন্তানসহ বেড়াতে আসেন। ওই দিন রাতে তিনি মদ পান করে বাসায় যান। এরপর গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। 

এ ব্যাপারে বাড়ির তত্ত্বাবধায়ক আশরাফুল আলম বলেন, বাড়ির দ্বিতীয় তলায় গত দুই মাস আগে বাসা ভাড়া নেন আবুল কাশেম নামের এক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার বিকেলে আবুল কাশেমের চাচাতো ভাই স্ত্রী-সন্তানসহ বেড়াতে আসেন। এরপর আজ বুধবার সকালে শুনি তিনি মদ্যপান করে মারা গেছেন। 

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ওই শিক্ষক অতিরিক্ত মদপান করার ফলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে দিয়ে এসআই জানান, সাভারের একটি ক্লাবে মদপান করেছিলেন তিনি। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল