হোম > সারা দেশ > ঢাকা

জুলুম নির্যাতন চাঁদাবাজি বন্ধের দাবি হকার্স ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, ‘ডিএমপির মতিঝিল জোনের এসির ড্রাইভার সোহেল রানা বেপরোয়াভাবে হকারদের ওপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করছে। হকারদের মালামাল জোর করে নিজেই থানায় নিয়ে আটকে রাখে। হকারপ্রতি ২০-৫০ হাজার চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ভয়-ভীতি, হুমকি-ধমকি উচ্ছেদ করেন।’ 

তিনি আরও বলেন, ‘সোহেল রানার চাঁদাবাজির শিকার অনেক হকার সাহস করে মুখ খুলতে চান না, উচ্ছেদের ভয়ে।’ সমাবেশ থেকে পুলিশ সদস্য (ড্রাইভার) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

সমাবেশে কেন্দ্রীয় হকার্স ইউনিয়নের নেতা জহিরুল ইসলাম বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি আমরা দেখেছি ডিএমপি লালবাগ এসি পেট্রল (কোতোয়ালি) তারিকুল ইসলাম মাসুদের কাণ্ড। তিনি হকার্স ইউনিয়ন ঢাকা দক্ষিণের সভাপতিকে চায়ের দাওয়াত দিয়ে থানায় এনে চাঁদা না দেওয়ায় থানা হাজতে আটকে রাখেন। পরে কয়েকশ হকার থানা ঘেরাও করে দক্ষিণের সভাপতিকে মুক্ত করে।’ 

সমাবেশে হকারনেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হকার নেতা দ্বীন ইসলাম, কবীর হোসেন, আসমান আলী খন্দকার প্রমুখ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির