রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।
আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি সুরুজ মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
মৃত সুমি রাজবাড়ী জেলার জালিয়াকান্দি উপজেলার অলংকারপুর গ্রামের হাশেম আলী মোল্লার মেয়ে। বর্তমানে ঝাউলাহাটি এলাকার ওই বাসায় ছোট ছেলে সিদ্দিককে নিয়ে ভাড়া থাকতেন।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান বলেন, ভোরে খবর পেয়ে দোতলা বাড়ির নিচতলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলছিল।
এসআই আরও বলেন, ওই গৃহবধূর দুই ছেলে। বড় ছেলেকে নিয়ে স্বামী আবুল হোসেন গ্রামের বাড়িতে থাকেন। ১ ফেব্রুয়ারি থেকে ছোট ছেলেকে নিয়ে ঝাউলাহাটির ওই বাসায় ভাড়া থাকতেন। ওই নারী এলাকায় একটি শপিং ব্যাগ কারখানায় কাজ করতেন। রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।