হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।

আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি সুরুজ মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃত সুমি রাজবাড়ী জেলার জালিয়াকান্দি উপজেলার অলংকারপুর গ্রামের হাশেম আলী মোল্লার মেয়ে। বর্তমানে ঝাউলাহাটি এলাকার ওই বাসায় ছোট ছেলে সিদ্দিককে নিয়ে ভাড়া থাকতেন।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান বলেন, ভোরে খবর পেয়ে দোতলা বাড়ির নিচতলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলছিল। 

এসআই আরও বলেন, ওই গৃহবধূর দুই ছেলে। বড় ছেলেকে নিয়ে স্বামী আবুল হোসেন গ্রামের বাড়িতে থাকেন। ১ ফেব্রুয়ারি থেকে ছোট ছেলেকে নিয়ে ঝাউলাহাটির ওই বাসায় ভাড়া থাকতেন। ওই নারী এলাকায় একটি শপিং ব্যাগ কারখানায় কাজ করতেন। রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে