নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খাদ্যপণ্যের কারখানায় পরিদর্শনে যাবেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শুক্রবার বিকেল ৪টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যপণ্যের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ জেলার ফায়ার সার্ভিসের উপ–পরিচালক দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মরদেহগুলোকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজ শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।