হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পোশাকশ্রমিককে চাপা দেওয়া পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহতের পর সহকর্মীর লাশের কফিন নিয়ে বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানটি সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে এক নারী পোশাকশ্রমিক নিহত হন এবং এক ব্যক্তি আহত হন।

এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী উক্ত মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিআরটিএ আরও জানিয়েছে, মোটরযানটির মালিককে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজ্য নথিপত্র ও তথ্য না দিলে রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট