হোম > সারা দেশ > ঢাকা

নতুন মাদক এসকাফ, গাঁজাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ফেনসিডিলজাতীয় নতুন মাদক এসকাফ (Eskuf) সিরাপ, বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৮৪ বোতল সিরাপ ও ৫ মণ গাঁজা উদ্ধার করা হয়। প্রথমবারের মতো এই সিরাপজাতীয় মাদক এসকাফ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৮টায় রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজ এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. জুয়েল, মো. হুমায়ুন, মো. সাদেক ও মো. লিটন।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ ও গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এসকাফ সিরাপের বোতল ভারত থেকে বিভিন্নভাবে নিয়ে আসা হয়। এসব মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে সবজির পিকআপ ভ্যানে করে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, এসকাফ সিরাপজাতীয় মাদক। ফেনসিডিলের মতোই কোডাইন ফসফেটসমৃদ্ধ সিরাপ। বোতলে করে ওষুধের মতো নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, যেভাবে ফেনসিডিল আসত, সেই একই রাস্তায় এগুলোও আসছে। প্রতি বোতল ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে পুলিশ—এমন বার্তা জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, 'উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত, এটি আমাদের বিবেচ্য নয়। মাদক বিক্রেতা এবং মাদকসেবী উভয়কেই আমরা গ্রেপ্তার করছি। রাজধানীসহ সারা দেশে আমাদের মাদকবিরোধী অভিযান চলছে। মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।' 

প্রতিনিয়ত নতুন নতুন মাদকের বিস্তার ও প্রসার রোধে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে—জানতে চাইলে হারুন বলেন, 'আমরা এখন মাদক গ্রহণ করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। প্রতিদিন আমাদের অভিযান চলছে। প্রতিদিনই কোনো না কোনো থানায় মাদকের জন্য মামলা হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি।'

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার