গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া ২টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় নুর গ্রুপের একটি গার্মেন্টসের চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে কারখানার ১০ শ্রমিক আহত হয়েছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চন্দ্রা এলাকায় নুর গ্রুপের একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
সাইফুল ইসলাম আরও বলেন, আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গত সপ্তাহেও নুর গ্রুপের ওই কারখানায় আগুন লেগেছিল।