হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের পোশাক পরে ট্রেনে ট্রেনে প্রতারণা, আটক ১

নৌ পুলিশ পরিচয়ে বিভিন্ন ট্রেনে প্রতারণার অভিযোগে পুলিশের পোশাক পরিহিত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে রেলওয়ে থানা-পুলিশ। 

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. ফরহাদ হোসেন শুভ (২০)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আলীগঞ্জ গ্রামের মেম্বার বাড়ির মৃত আব্দুল মিয়ার ছেলে। 

পুলিশ বলছে, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের পোশাক পরিহিত ওই যুবক স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তাঁর সঙ্গে কথা বললে তিনি নিজেকে নৌ পুলিশের নায়েক দাবি করেন। পরে তাঁর সঙ্গে কথাবার্তার একপর্যায়ে তিনি বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা এবং সন্দেহজনক আচরণ করতে থাকেন। পরবর্তীকালে তিনি পুলিশের পোশাক পরে প্রতারণার কথা স্বীকার করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়নব আক্তার জানান, পুলিশের পোশাক পরিহিত ওই ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তাঁর র‍্যাঙ্ক ব্যাজ, বিপি নম্বরসহ কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি পুলিশের পোশাক পরে বিভিন্ন ট্রেনে ঘুরে প্রতারণা করতেন। পুলিশের ভুয়া পরিচিতি নম্বর ব্যবহার করে রাজধানীর পলওয়েল মার্কেট থেকে ইউনিফর্ম সংগ্রহ করেছেন। 

এসআই জয়নব আরও জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে কমলাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে সব আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট