হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শীলা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পৌরসভার পূর্বপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজনদের অভিযোগ, শীলা আক্তারকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তাঁর স্বামী আর স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শীলা আক্তার পলাশতলী ইউনিয়নের উত্তর কুনাপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং পৌরসভার পূর্বপাড়া এলাকার রবিন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রবিন মিয়া ও তাঁর স্বজনেরা পলাতক রয়েছেন। 

নিহতের স্বজনেরা জানান, আনুমানিক ১০ বছর আগে পারিবারিকভাবে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। তাঁদের সংসারে ৭ ও ৫ বছরের দুটো মেয়েসন্তান আছে। নিহতের স্বামী প্রায়ই শিলাকে নানাবিধ নির্যাতন করতেন। কিছুদিন আগে শীলা বাবার বাড়ি চলে যান। পরে স্বামী আর স্বজনেরা শিলাকে প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। আজ বুধবার সকালে স্থানীয়রা ঘরে শিলার ওড়নায় প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা স্বজনদের খবর দেন। স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়। 

নিহতের স্বজন নাজমুল বলেন, ‘১০ বছর আগে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। স্বামী প্রায়ই শীলাকে টাকার জন্য নির্যাতন করতেন। শিলা সন্তানদের কথা চিন্তা করে মুখ বুঝে অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিচারের দাবি জানাচ্ছি।’

নিহতের মা জানান, ‘আমার মেয়েকে টাকার জন্য প্রায়ই চাপ দিত। মেয়ের সুখের কথা চিন্তা করে মাঝেমধ্যে টাকা দিয়েছি। আজ স্বামী ও তার স্বজনেরা আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। মেয়ে হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রকিব জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে