হোম > সারা দেশ > ঢাকা

আফসানা নিহতের বিচার দাবিতে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি 

আফসানা রাচি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচির নিহতের ঘটনার প্রতিবাদে ও দ্রুত হত্যার বিচার নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মশাল মিছিলের সময় শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, রাচি হত্যার বিচার চাই’, ‘তুমি কে? আমি কে? রাচি রাচি’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘হত্যাকারীর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘রাচিকে ধাক্কা দেওয়া ঘাতক রিকশা চালককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসন এখনো খুনিকে শনাক্ত করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘাতককে আইনের আওতায় না আনবে, আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

আফসানা রাচি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

একই বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, ‘আমরা এক দফা দাবিতে মশাল মিছিল করেছি—রাচির হত্যাকারীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নেব না।’

শিক্ষার্থীরা ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত ঘাতক রিকশা চালককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া না হয়, তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্জন করবেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ