হোম > সারা দেশ > ঢাকা

আফসানা নিহতের বিচার দাবিতে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি 

আফসানা রাচি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচির নিহতের ঘটনার প্রতিবাদে ও দ্রুত হত্যার বিচার নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মশাল মিছিলের সময় শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, রাচি হত্যার বিচার চাই’, ‘তুমি কে? আমি কে? রাচি রাচি’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘হত্যাকারীর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘রাচিকে ধাক্কা দেওয়া ঘাতক রিকশা চালককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসন এখনো খুনিকে শনাক্ত করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘাতককে আইনের আওতায় না আনবে, আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

আফসানা রাচি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

একই বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, ‘আমরা এক দফা দাবিতে মশাল মিছিল করেছি—রাচির হত্যাকারীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নেব না।’

শিক্ষার্থীরা ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত ঘাতক রিকশা চালককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া না হয়, তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্জন করবেন।

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট