হোম > সারা দেশ > ঢাকা

রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ককটেল’ বিস্ফোরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ককটেল’ বিস্ফোরণের অভিযোগ উঠেছে। বিস্ফোরণের শব্দে টিএসসি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

জানা যায়, রাত সাড়ে ১০টার পর কে বা কারা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে একদল শিক্ষার্থী টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের ধারণা, ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে। ধারণা করা হচ্ছে, এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।’

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, টিএসসিতে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে সেখানে গিয়ে যা জানা গেল, দুই পথশিশু আগুন দিয়ে খেলতেছিল। ধারণা করা যাচ্ছে, পটকা বা এমন কিছুতে আগুন লাগে। সেখানে গিয়ে নারিকেলের ছোবড়ার মতো কিছু একটাতে আগুন জ্বলতে দেখা গেছে। কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা