হোম > সারা দেশ > ঢাকা

বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ের সামনে বিক্ষোভে এ দাবি তোলা হয়। 

কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের ব্যানারে বিক্ষোভ হয়নি। বিক্ষোভকারীরা বিনিয়োগকারী হিসেবে পরিচয় দেন। তাঁরা বিএসইসির ভেতরে প্রবেশ করতে পারেননি। মূল ফটকের বাইরে ফুটপাতে অবস্থান করেন। 

এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্লে-কার্ড দেখা যায়। সেসব কার্ডে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহবুবুল আলম, মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামের মতো কর্মকর্তার নাম লেখা ছিল। শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে সকল নির্বাহী পরিচালকসহ অসৎ কর্মকর্তাদের পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা। 

তবে বিক্ষোভকারীদের পরিচয় সম্পর্কে জানে না বিএসইসি। এ বিষয়ে বিএসইসির এক কর্মকর্তা বলেন, তাঁরা বিএসইসির কেউ নয়, বহিরাগত। কোনো সংগঠনের ব্যানারে আসেনি। তাঁরা কে জানা নেই। 

এর আগে গত বৃহস্পতিবার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের খোঁজে বিএসইসির সামনে বিক্ষোভ করেন কয়েকজন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে শিবলী রুবাইয়াত বিএসইসিতে আসেননি। এরপর গতকাল শনিবার মধ্যরাতে বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি