হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে ডলার বিক্রির ফাঁদ, জাকিরের টার্গেট ফ্রিল্যান্সাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে ডলার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হতো। পাশাপাশি ডলার চেয়ে কেউ পোস্ট করলে তাঁর সঙ্গেও যোগাযোগ করা হতো। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্রিল্যান্সারদের গ্রুপকে টার্গেট করে ডলার বিক্রির পোস্ট দিয়ে আসছিলেন জাকির হোসেন (৩৫)। ডলার দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েই অদৃশ্য হয়ে যেতেন তিনি। 

টার্গেটকৃত ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে ব্লক করে দিতেন। এভাবেই দীর্ঘদিন ধরে ডলার বিক্রির নামে প্রতারণার করে আসছিলেন। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ। 

২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এক ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেওয়ার ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ওই ফ্রিল্যান্সার। অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন তদন্ত শেষে গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জাকিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) ইউনিট। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, প্রতারক জাকির প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধশতাধিক আইডি ব্যবহার করতেন। এই সকল আইডি ব্যবহার করে ডলার বিক্রির পোস্ট দিতেন। সম্প্রতি এক ভুক্তভোগীর কাছ থেকে ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার দেওয়া কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁকে ব্লক করে দেয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রতারণার কথা স্বীকার করেছে উল্লেখ করে এডিসি আজাদ আরও বলেন, দীর্ঘ দিন ধরে ডলার বিক্রির প্রতারণায় অন্তত ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক। একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এসব প্রতারণা করেছেন তিনি। নিজে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার শিকার হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই প্রতারণাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথাও স্বীকার করেছে জাকির।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট