হোম > সারা দেশ > ঢাকা

খেয়াঘাট জিম্মি করে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদার টুটুল আটক

উত্তরা (ঢাকা), প্রতিনিধি

সেনাবাহিনীর হাতে আটক ইজারাদার টুটুল সরকার। ছবি: আজকের পত্রিকা

উত্তরার তুরাগ নদীর খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদার টুটুল সরকারকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুরের আইচি বোটঘাট থেকে তাঁকে আটক করা হয়।

আজ রোববার (২৭ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইচি বোটঘাট থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অবৈধ ইজারা দখলকারী টুটুল সরকারকে আটক করা হয়েছে।

ওই সেনা কর্মকর্তা বলেন, টুটুল সরকার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আইচি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। এ ছাড়া সে নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করে আসছিল। তাঁর বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

সেনাবাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে টুটুল সরকারকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খেয়াঘাটের মাঝি ও পারাপাররত যাত্রীদের অভিযোগ, পূর্বে আইচি খেয়াঘাটের ইজারা নেওয়া হয়েছিল ১৭ লাখ। আর সেটা টুটুল সরকার নিয়েছে ৩৯ লাখ টাকা। নদী পারারের জন্য সরকার নির্ধারিত ফি ২টা টাকা হলেও আদায় করত ১০ টাকা। আর পূর্বে ৬০ জন মাঝিকে বিতাড়িত করে দেয় টুটুল সরকার। আগে নৌকা প্রতি জিপি (চাঁদা) ছিল ১২০ টাকা, এখন সেটা ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যা মাঝি ও যাত্রীদের প্রতি জুলুম হয়ে যাচ্ছে। টুটুল সরকারের এত ক্ষমতার উৎসই ছিল তার চাচা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন।

অপরদিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী টুটুল সরকারকে আমাদের থানায় নিয়ে আসছিল। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ এসে তাকে নিয়ে গেছে।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার