হোম > সারা দেশ > ঢাকা

মিল্টন সমাদ্দারের অপকর্মের দায় এড়াতে পারে না স্ত্রী: ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তার মিল্টন সমাদ্দার যেসব ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন, সেখানকার বিভৎস্য ছবি স্ত্রী মিঠু হালদারকে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

হারুন অর রশীদ বলেন, ‘আমরা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করছি, তাঁর অপরাধ কার্যক্রম সম্পর্কে আজকে তাঁর স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবকিছু জেনেও পুলিশকে জানাননি তিনি। মিডিয়াকেও কিছু জানাননি।’ 

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেসবের সঙ্গে স্ত্রী মিঠু হালদারের কোনো যোগসাজশ বা সম্পৃক্ততা পেয়েছেন কি না জানতে চাইলে হারুন বলেন, দিনের পর দিন রাতের পর রাত এভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ, আর্তমানবতার তথাকথিত সেবার নামে টাকা আত্মসাৎ করেছেন, যেসব রোগীকে দেখিয়ে টাকা আয় করেছেন, অথচ তাদের সেবাযত্ন করেননি, ডাক্তারের কাছে পাঠাননি। সেখানে তো স্ত্রী মিঠু হালদার যেতেন। তিনি নিজেও তো নার্স। তাহলে স্বামীর অনিয়ম অপকর্ম জেনেও থানা-পুলিশ বা কাউকে অবগত করেন নাই। প্রতিবাদ করেন নাই। স্বামীর অপকর্মের দায় তাই স্ত্রী হিসেবে মিঠু হালদার দায় এড়াতে পারেন না। 

তবে তিনি দাবি করেছেন, ফাউন্ডেশনের নামে যেসব টাকা পয়সা এসেছে, অ্যাকাউন্ট বা কোনো কিছুতে তাঁর নাম (মিঠু হালদার) নাই। 

মিঠু হালদার গ্রেপ্তার হবেন কি না জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘আমাদের তদন্ত চলছে, আমরা আরও জিজ্ঞাসাবাদ করবো। আমাদের রিমান্ড শেষ হয়েছে। আবারও রিমান্ড চাইবে। ৯০০ লোকের প্রাণ কীভাবে গেল? হাসপাতালে নেননি, ডেথ সার্টিফিকেটও নেননি, থানা-পুলিশকে অবহিত করেননি। আবার ৯০০ লোকের প্রাণ যাওয়ার যে কথা তিনি বলেছেন, সেগুলো আদৌ সত্য কি না, সত্য হলে কি করেছেন। সব তদন্তে নিয়ে আসব। এই আশ্রমের সঙ্গে আরও যারা যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন