হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এর আগে বেলা ২টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, নিহত কিশোরের বয়স ১০-১২ বছর হবে। তার পড়নে ছিল পায়জামা-পাঞ্জাবি। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় কিশোর মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে অসতর্কভাবে হাঁটছিল। এতে ট্রেনের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মেথিকান্দা রেলস্টেশন স্টেশন মাস্টার রেজুয়ান আহমেদ বলেন, বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতিও চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির