হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এর আগে বেলা ২টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, নিহত কিশোরের বয়স ১০-১২ বছর হবে। তার পড়নে ছিল পায়জামা-পাঞ্জাবি। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় কিশোর মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে অসতর্কভাবে হাঁটছিল। এতে ট্রেনের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মেথিকান্দা রেলস্টেশন স্টেশন মাস্টার রেজুয়ান আহমেদ বলেন, বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতিও চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি