হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যা, আদালতে স্বামীর স্বীকারোক্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে এক গৃহবধূ হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী। আজ শুক্রবার আদালতে দেওয়া জবানবন্দিতে মো. ফয়েজ উদ্দিন (৪১) জানান, গর্ভবতী স্ত্রী সেলিনা বেগমকে (৪০) হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথার মগজ বের করে হত্যা করেন তিনি। কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউছরের আদালতে জবানবন্দি দেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক আবু কালাম। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগ থেকে ফয়েজকে গ্রেপ্তার করেন কিশোরগঞ্জ পিবিআই সদস্যরা। 

ফয়েজ ভৈরব উপজেলার ঝগড়ারচর গ্রামের বাসিন্দা। 

কিশোরগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক আবু কালাম জানান, ২০০১ সালে সেলিনাকে বিয়ে করেন ফয়েজ। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ফয়েজ বাড়িতে জুতা তৈরি করে বাজারে বিক্রি করতেন। 

উপপরিদর্শক বলেন, ফয়েজের সঙ্গে অনেক নারীর সম্পর্ক ছিল। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। গত ৩১ জুলাই রাতে ফয়েজ তাঁর স্ত্রীকে চার ডজন জুতা কাগজে প্যাকেট করতে বলেন। জুতা প্যাকেট না করায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী জুতা তৈরির হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে মগজ বের করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় তাঁর স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

এ ঘটনায় গত ১ আগস্ট নিহতের ছোট ভাই নাহিদুল ইসলাম বাদী হয়ে ভৈরব থানায় ফয়েজ উদ্দিনকে আসামি করে হত্যা মামলা করেন। 

তিনি আরও জানান, ঘটনার পরপরই ফয়েজ উদ্দিন পালিয়ে যায়। কিছুদিন চট্টগ্রাম বসবাস করে। পরে ঢাকায় চলে যায়। আজ বিকেলে জবানবন্দি শেষে ফয়েজ উদ্দিনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির