হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখম 

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষক মনিরুজ্জামান টুটন অষ্টগ্রাম উপজেলার আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি অষ্টগ্রামের বর্ধমানপাড়া ফকিরহাটি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম সদর ইউনিয়নের কলাপাড়ায় এক স্কুলছাত্রীকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত ঝুটন মিয়া (২০) নামে এক যুবক। শিক্ষক মনিরুজ্জামান টুটন (২৩) বখাটে ঝুটনকে ইভটিজিং করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ (বুধবার) সকালে কলাপাড়া রাস্তায় একা পেয়ে শিক্ষক টুটনকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন ঝুটন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

আহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন লুটন জানান, ‘ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার ভাইকে বাঁশ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে বখাটে ঝুটন।’ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১