হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখম 

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষক মনিরুজ্জামান টুটন অষ্টগ্রাম উপজেলার আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি অষ্টগ্রামের বর্ধমানপাড়া ফকিরহাটি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম সদর ইউনিয়নের কলাপাড়ায় এক স্কুলছাত্রীকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত ঝুটন মিয়া (২০) নামে এক যুবক। শিক্ষক মনিরুজ্জামান টুটন (২৩) বখাটে ঝুটনকে ইভটিজিং করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ (বুধবার) সকালে কলাপাড়া রাস্তায় একা পেয়ে শিক্ষক টুটনকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন ঝুটন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

আহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন লুটন জানান, ‘ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার ভাইকে বাঁশ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে বখাটে ঝুটন।’ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট