হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরব আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব আওয়ামী লীগের পরিত্যক্ত পার্টি অফিস থেকে শফিক মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভৈরব থানা–পুলিশ। আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১টার দিকে ভৈরব বাজার হলুদ পট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগের অফিস রুম থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শফিক পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। তিনি ভৈরব কলা পট্টি আদুরী হোটেলে কাজ করতেন। তাঁর পরনে জিনস প্যান্ট ছিল এবং গায়ে কোনো কাপড় ছিল না। মরদেহের পাশে একটি মোবাইল ফোন, ইনহেলার ও একটি এলকোহলের বোতল পাওয়া যায়। তবে লাশে মুখ হালকা রক্তাক্ত ছিল।

পুলিশ জানায়, আজ দুপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত পার্টি অফিসে যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ