হোম > সারা দেশ > নরসিংদী

রেলসেতুতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুতে ছবি তুলতে গিয়ে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবক অলি মিয়ার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নিখোঁজের তিন দিন পর উপজেলার ডাঙ্গা ইউনিয়নের শান্তানপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অলি মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, কয়েক দিন আগে অলি মিয়া মাধবদীতে তাঁর চাচার বাড়িতে বেড়াতে আসে। পরে গত শনিবার বিকেলে চাচাতো ভাইকে নিয়ে ঘোড়াশাল রেলসেতুতে ঘুরতে আসে। সেখানে ছবি তুলতে গেলে হঠাৎ দ্রুতগামী একটি ট্রেন সেতুতে চলে আসলে তারা দুজন দৌড়ে বাঁচার চেষ্টা করে। এতে চাচাতো ভাই শাজাহান প্রাণে বাঁচলেও অলি মিয়া ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যায়। পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ও পার্শ্ববর্তী কালীগঞ্জের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ডুবুরি দল টানা দুই দিন নদীতে উদ্ধার অভিযান চালায়। এতে নিখোঁজ অলি মিয়ার সন্ধান না পেয়ে সোমবার অভিযান সমাপ্ত করে। 

পরে মঙ্গলবার সকালে শান্তানপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি নরসিংদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব