হোম > সারা দেশ > ঢাকা

তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর কলাবাগানবাসী। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পান্থপথ স্কয়ার হাসপাতাল সংলগ্ন মাঠের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় শিশু-কিশোর ও অভিভাবকেরা এতে অংশ নেয়।

তেঁতুলতলা মাঠের জায়গাটি বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী দখলের চেষ্টা করেছে। সম্প্রতি জায়গাটিতে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কলাবাগান এলাকার অধিকাংশ বাসিন্দা। তাই মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। ‘তেঁতুলতলা মাঠ আমাদের প্রাণের দাবি’ ব্যানারে তাঁরা পালন করছেন নানা কর্মসূচি। 

আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না আজকের পত্রিকাকে বলেন, ‘তেঁতুলতলা মাঠটি বৃহত্তর কলাবাগান এলাকার একমাত্র মাঠ। এখানে সারা বছর শিশু-কিশোরেরা খেলাধুলা করে। এ ছাড়া মরদেহের গোসল, জানাজাসহ নানা সামাজিক কাজেও মাঠটি ব্যবহার করা হয়। এই মাঠ আমরা হারাতে চাই না।’ 

স্থানীয় সূত্র জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা মাঠটি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২০ সালের দিকে এলাকাবাসীর সঙ্গে আলোচনা না করেই ওই মাঠে ‘কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে তখন সাইনবোর্ড খুলে ফেলা হলেও চলতি বছরের ৩১ জানুয়ারি কাঁটাতারের বেড়া দিয়ে মাঠ ঘিরে দেওয়া হয়। তখন থেকে রুটিন করে মাঠ পাহারা দিচ্ছেন কলাবাগান থানার কয়েকজন পুলিশ। 

কলাবাগান থানা সূত্র বলছে, ভূমি মন্ত্রণালয় যাচাই-বাছাই করে আইন ও পদ্ধতিগতভাবে পুলিশ বিভাগের কাছে জমিটা হস্তান্তর করেছে। এই জায়গায় কলাবাগান থানা ভবন নির্মাণ করা হবে।

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার