হোম > সারা দেশ > ঢাকা

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি, ৩দিনের আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি

সংবাদ সম্মেলনে সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষামন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কমিশন গঠন করতে সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে সাত কলেজের একদল শিক্ষার্থী।

সাত কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে অধিভুক্তি বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে বেশ কয়েকদিন যাবত আন্দোলন করে আসছেন তারা।

আজ শনিবার বিকেলে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এ আলটিমেটামের পশাপাশি নিজ নিজ ক্যাম্পাসে তিন দিনের কর্মসূচি দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের এ মোর্চা।

কর্মসূচিগুলো হলো- আগামীকাল রোববার নিজ নিজ ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন, সোমবার সব কলেজে প্রত্যেক বিভাগে গণসংযোগ কর্মসূচি এবং মঙ্গলবার বিকেল ৩ টায় সমাবেশ। সমাবেশ ঢাকা কলেজে হবে বলে জানানো হবে সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সাত কলেজ সংস্কার আন্দোলনের শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রতিনিধি সাবরিনা সুলতানা বলেন, কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তবে এ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শিক্ষামন্ত্রণালয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ নেই।

কার্যপরিধিতে সংস্কারের কথা থাকলেও মূলত এখন আর কোনো সংস্কার চাচ্ছি না। আমরা এখন সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবির আন্দোলনে রয়েছি। এখানে আমাদের দাবির সঙ্গে তাদের কার্যপরিধি সাংঘর্ষিক। তাই আমরা তাদের এ কমিটির লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বেশ শঙ্কিত। এমন বাস্তবতায় কমিটির মোটিভ আর কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় ১৩ সদস্যের এ কমিটিক প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থীদের দাবির কোনো ধরনের প্রতিফলন এখানে ঘটেনি।

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কমিশন গঠন করতে হবে। বিশ্ববিদ্যালয় গঠন কাঠামো ভালো বোঝেন, এমন নিরপেক্ষ শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের বিশ্ববিদ্যালয় কমিশনে প্রাধান্য দিতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেন সাবরিনা।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির