হোম > সারা দেশ > ঢাকা

কাউন্সিলরের সিল ছাড়া টিকা মেলেনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খিলগাঁওয়ের গোড়ান আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে টিকাপ্রত্যাশীদের বড় জটলা। তাঁদের মধ্য থেকে বাছাইকৃতদের টিকাকেন্দ্রে প্রবেশ করান স্থানীয় কাউন্সিলরের স্বেচ্ছাসেবীরা। অন্যদের টিকা না নিয়েই ফিরতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার সবার জন্য সরকারঘোষিত গণটিকা কার্যক্রমে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কাউন্সিলরের সিলসহ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি জমা দিলে নাম ওঠে ওই তালিকায়। সিল ছাড়া মেলে না সিরিয়াল, দেওয়া যায় না টিকা। কেন্দ্রটিতে টিকা কার্যক্রম পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর ওয়ার্ড।

গোড়ান ১০ নম্বর থেকে টিকা নিতে আসেন মনিরা মনি। প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে নগর স্বাস্থ্যকেন্দ্র-২ কেন্দ্রে টিকা নিতে পেরেছেন তিনি। মনিরা জানান, টিকার জন্য লাইনে দাঁড়িয়ে পরে আবার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের স্বেচ্ছাসেবীদের কাছ থেকে টিকার নিবন্ধন ফরমে সিল নিতে হয়েছে। এই সিল না থাকলে টিকা দেওয়া হচ্ছে না কাউকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার এই কেন্দ্রে ৬৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে।

টিকার নিবন্ধন ফরমে কাউন্সিলরের সিল না থাকায় অনেকেই টিকা না পাওয়ার অভিযোগ করেছেন। খিলগাঁওয়ের বাসিন্দা রুপা বলেন, ‘১ সেপ্টেম্বর টিকার জন্য নিবন্ধন করি আমি। তবে কাউন্সিলরের সিল নেই বলে টিকা ছাড়াই আমাকে ফিরতে হয়েছে।’ রুপা ডিএসসিসির ১ নম্বর ওয়ার্ডের (খিলগাঁও) সিপাহীবাগ নগর স্বাস্থ্যকেন্দ্র-১-এ টিকা নিতে এসেছিলেন।

এসব নিয়ে জানতে চাইলে ডিএসসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমরা এই সিলটা দিয়েছি। আমাদের বলা হয়েছিল রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের মধ্য থেকে ৩৫০ জনকে নির্ধারণ করে দিতে। এ জন্যই আমরা আগের দিন রাতে মাইকিং করে টিকাপ্রার্থীদের কার্যালয়ে আসতে বলি। যাঁরা আগে এসেছেন, তাঁদের মধ্য থেকে ৩৫০ জনকে বাছাই করে সিল দিয়ে দিয়েছি। এটা দেখিয়ে তাঁরা আজ (মঙ্গলবার) টিকা নিয়েছেন।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু বিষয়ে ত্রুটির অভিযোগ আমাদের কানে এসেছে। আসলে আমরা চিঠি পেয়েছি রোববার দুপুরে। এক দিনের মধ্যে সবকিছু সমন্বয় করাটা একটু কঠিন। তার পরও আমরা নির্দেশনা দিয়েছি—যাঁরাই কেন্দ্রে আসবেন, তাঁরা যেন কেউ ফেরত না যান। তাঁদের জন্য আমরা কেন্দ্রগুলোয় ৩৫০ ডোজেরও বেশি টিকা সরবরাহ করেছি।’

গতকাল টিকা গ্রহণকারীদের আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ প্রদান করা হবে বলে জানান এই কর্মকর্তা। এই কার্যক্রমের আওতায় দক্ষিণ সিটি মোট সাড়ে ৫২ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে পরে চাহিদানুযায়ী বাড়ানো হয় টিকার সংখ্যা। ডিএসসিসির তথ্যানুযায়ী, গতকাল মোট ২৮ হাজার ৭০২ ডোজ টিকা দিয়েছে সংস্থাটি। তাঁর মধ্যে নারী ১২ হাজার ৮২৭ এবং পুরুষ ১৫ হাজার ৮৭৫ জন। সকাল ৯টা থেকে ঢাকা দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে চলে এই গণটিকা প্রদান কার্যক্রম এবং শেষ হয় বিকেল ৫টায়। প্রতিটি কেন্দ্রে সর্বনিম্ন ৩৫০ জনকে দেওয়া হয় এই টিকা।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি