হোম > সারা দেশ > গাজীপুর

মাদক মামলায় কাশিমপুরের কারারক্ষীর কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি

মাদক মামলায় গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় অপর একটি ধারায় দোষী সাব্যস্ত হওয়া তাঁকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোসাম্মাৎ রেহেনা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদা ইয়াসমিন। 

দণ্ডপ্রাপ্ত কারারক্ষীর নাম—মো. আজিজার রহমান। তিনি বগুড়ার শিবগঞ্জ থানার পোড়ানগরী ছয়ঘরিয়া এলাকার নবাব আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

আইনজীবী ফরিদা ইয়াসমিন জানান, ২০১৭ সালে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কয়েদি শহিদুল ইসলামকে সন্দেহ হলে তল্লাশি করে তাঁর কোমর থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারারক্ষীরা। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে জানায় কারারক্ষী আজিজার রহমানের কাছ থেকে তিনি ওই ইয়াবা নিয়েছেন। পরবর্তীতে কারাগারের ভেতরেই কারারক্ষী আজিজার রহমানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কারা কমপ্লেক্সে আজিজার রহমানের সরকারি বাসায় তল্লাশি চালিয়ে ওই ঘর থেকে আরও ৬০০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় কাশিমপুর কারাগারের তৎকালীন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলা দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বাদী জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা করেন। পরে তদন্ত শেষে ২০১৮ সালের ৪ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। ওই সময়ে আজিজার রহমান জামিনে বেরিয়ে আসেন। দীর্ঘ ৬ বছর মামলা চলমান হলে আদালত রায় ঘোষণা করেন। মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন। 

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ওয়াজ উদ্দিন মিয়া, আবুল কালাম আজাদ মিঠু।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯