হোম > সারা দেশ > গাজীপুর

মাদক মামলায় কাশিমপুরের কারারক্ষীর কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি

মাদক মামলায় গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় অপর একটি ধারায় দোষী সাব্যস্ত হওয়া তাঁকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোসাম্মাৎ রেহেনা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদা ইয়াসমিন। 

দণ্ডপ্রাপ্ত কারারক্ষীর নাম—মো. আজিজার রহমান। তিনি বগুড়ার শিবগঞ্জ থানার পোড়ানগরী ছয়ঘরিয়া এলাকার নবাব আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

আইনজীবী ফরিদা ইয়াসমিন জানান, ২০১৭ সালে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কয়েদি শহিদুল ইসলামকে সন্দেহ হলে তল্লাশি করে তাঁর কোমর থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারারক্ষীরা। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে জানায় কারারক্ষী আজিজার রহমানের কাছ থেকে তিনি ওই ইয়াবা নিয়েছেন। পরবর্তীতে কারাগারের ভেতরেই কারারক্ষী আজিজার রহমানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কারা কমপ্লেক্সে আজিজার রহমানের সরকারি বাসায় তল্লাশি চালিয়ে ওই ঘর থেকে আরও ৬০০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় কাশিমপুর কারাগারের তৎকালীন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলা দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বাদী জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা করেন। পরে তদন্ত শেষে ২০১৮ সালের ৪ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। ওই সময়ে আজিজার রহমান জামিনে বেরিয়ে আসেন। দীর্ঘ ৬ বছর মামলা চলমান হলে আদালত রায় ঘোষণা করেন। মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন। 

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ওয়াজ উদ্দিন মিয়া, আবুল কালাম আজাদ মিঠু।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন