হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থায় সাড়ে ৫ হাজার পুলিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আগামীকাল শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। প্রথম ধাপে নিরাপত্তার দায়িত্বে থাকবেন র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজার ৪০০ জন সদস্য।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশ কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মাহাবুব আলম বলেন, আজ দুপুর থেকেই পুলিশ নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে। পুরো ইজতেমার ময়দানে ৫ হাজার ৪০০ জন পুলিশ সদস্য কাজ করবেন। পাশাপাশি ইজতেমা এলাকায় ট্রাফিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন যানবাহনের গতিবিধি মনিটরিং করা হচ্ছে।

পুলিশ কমিশনার আরও বলেন, র‍্যাবের একাধিক ইউনিটও ইজতেমা ময়দানে কাজ করছে। বিভিন্ন বিভাগের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অর্থাৎ আজ থেকে পুরো ইজতেমা এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। চার দিনের বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপ। ১১ ফেব্রুয়ারি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর। প্রথম ধাপে মাওলানা যোবায়েরপন্থী এবং পরের ধাপে অংশ নেবেন সা’দপন্থীরা।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল