হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সড়কের কাজ না করেই বিল তুলে নেন ঠিকাদার

মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রতিরক্ষা দেয়ালসহ সড়ক পাকাকরণ প্রকল্পের কাজ না করেই বিল তুলে নিয়েছেন ঠিকাদার। তৎকালীন উপজেলা প্রকৌশলী মাহগুব মুর্শেদের যোগসাজশে ঠিকাদার নুরুল ইসলাম সরকার প্রকল্পের প্রাক্কলনের ৩৫ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে।

ছয় বছর আগে প্রকল্পটির কার্যাদেশ দেওয়া হয়। মেয়াদ ছিল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু তিন বছর আগে মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি।

নুরুল ইসলাম বলছেন, ‘আমি বিদেশে আছি। ৪-৫ বছর আগের তো, কতটুকু বিল গেছে দেখতে হবে। কাজ এখনো সম্পন্ন হয়নি।’

মাহগুব মুর্শেদ বলেন, ‘এত দিন আগের বিল, আমার মনে নেই। জেলা প্রকৌশলী দপ্তরে খোঁজ নিন।’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চল পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এমআরআরআইডিপি) অধীনে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছয়টি সড়ক উন্নয়ন ও পাকাকরণ প্রকল্পের কাজ পান আতিক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মালিক অষ্টগ্রামের নুরুল ইসলাম সরকার। ১ কোটি ৯০ লাখ ৪৯ হাজার ৫২৪ টাকা প্রাক্কলিত ও ১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৭ টাকা চুক্তিমূল্যে ছয়টি সড়ক উন্নয়ন ও পাকাকরণ প্যাকেজটি আতিক এন্টারপ্রাইজের সহকারী ঠিকাদার (বর্তমান সরকার কনস্ট্রাকশন মালিক) নুরুল ইসলাম সরকারের মাধ্যমে বাস্তবায়ন করে অষ্টগ্রাম উপজেলা এলজিইডি অধিদপ্তর।

প্যাকেজের আওতায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কের ১০০ মিটার সড়কে প্রতিরক্ষা দেয়াল ও সড়ক পাকাকরণে নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৩৫ লাখ টাকা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান আতিক এন্টারপ্রাইজের সহযোগী ঠিকাদার নুরুল ইসলাম সরকার এই সড়কে কোনো কাজ না করে তৎকালীন উপজেলা প্রকৌশলী মাহগুব মুর্শেদের সহযোগিতায় বরাদ্দের পুরো বিল তুলে আত্মসাৎ করেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খানাখন্দে বেহাল আড়ারপাড় ঋষিপাড়া কাঁচা সড়কটি। আড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ঋষিপাড়ার মানুষের চলাচলের প্রধান সড়কটিতে কোনো যানবাহন চলে না। বৃষ্টি হলেই স্বাভাবিক যাতায়াত বাধাগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘কয়েক বছর আগে সড়কটি পাকা হবে শুনেছি। পরে কেন হয়নি, তা জানি না। আমরা বারবার বলেও রাস্তাটি পাকা করাতে পারিনি। এখন শুনছি, কোনো কাজ না করেই ঠিকাদার বরাদ্দের সব টাকা তুলে আত্মসাৎ করেছেন।’

প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করেও নুরুল ইসলাম কীভাবে টানা দুই বছর ‘সিআইপি’ পুরস্কার পেলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা। কাজ না করে পাঁচ বছর আগে বিল তুলে আত্মসাৎ করে বিষয়টি গোপন রাখার সঙ্গে জড়িতদের শাস্তিসহ রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম (খিরু) বলেন, ‘অনেক দিন আগে শুনছি, এখানে রাস্তা পাকাকরণের বরাদ্দ এসেছিল। কিন্তু কাজ হয়নি। এখন শুনছি টাকা উঠিয়ে নিয়ে গেছেন ঠিকাদার। আমরা রাস্তা পাকাসহ ঠিকাদারের বিচার চাই।’

ঝুটন রবিদাস নামের এক ব্যক্তি বলেন, ‘স্কুলশিক্ষার্থী ও শতাধিক পরিবারের মানুষ এই ভাঙা রাস্তা দিয়ে নিয়মিত আসা-যাওয়া করি। বৃষ্টির সময় খুব দুর্ভোগে পড়তে হয়।’

আতিক এন্টারপ্রাইজ মালিক ঠিকাদার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার লাইসেন্সে অষ্টগ্রামের নুরুল ইসলাম সরকার প্যাকেজটি পান। তিনি কাজ নিয়ে কী করেছেন, আমি জানি না। আপনি তাঁর সঙ্গে কথা বলেন। তবে, কাজ না করে বিল তুলে নিলে নুরুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী অন্যায় করেছেন।’

ঠিকাদার নুরুল ইসলাম সরকার বলেন, ‘প্রকল্পের কাজ এখনো সম্পন্ন হয়নি। আর প্রতিরক্ষা দেওয়ালের কাজ হয়েছিল। রাস্তার জায়গা নিয়ে সমস্যা থাকায় বাকি কাজ এখনো হয়নি।’

অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক বলেন, ‘আড়ারপাড় ঋষিপাড়া সড়কের কাজ না করে নুরুল ইসলাম সরকার বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছেন বলে একাধিক সূত্রে জেনেছি। পরে সরেজমিনে সত্যতাও পেয়েছি। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ