হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ত্বকী হত্যাকাণ্ডের বিচার শুরুর দাবি ১৫ বিশিষ্টজনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তানভীর মুহাম্মদ ত্বকী। ফাইল ছবি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২ বছরে আদালতে দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার শুরুর দাবি জানিয়েছেন ১৫ বিশিষ্টজন।

আজ রোববার এক বিবৃতিতে এই দাবি জানান। তাঁরা বলেন, ‘২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জে ত্বকীকে দুর্বৃত্তরা হত্যা করে। ১২ বছর পেরিয়ে গেলেও এখনো আদালতে এই হত্যার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। আমরা বারবার বিবৃতি, সংবাদ সম্মেলন, সমাবেশ এবং লেখনীর মাধ্যমে এ হত্যার বিচার দাবি করেছি। কিন্তু বিগত সরকারের এই বিচার প্রক্রিয়া দীর্ঘ ১১ বছর বন্ধ করে রেখেছিল।’

তাঁরা আরও বলেন, ‘৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয় এবং ১৬৪ ধারায় জবানবন্দি দিলে মামলাটি নতুন গতি পায়। বিষয়টি আমাদের আশাবাদী করেছিল। কিন্তু বর্তমানে আবারও বিচার প্রক্রিয়ায় স্থবিরতা লক্ষ করা যাচ্ছে। আমরা দ্রুত অভিযোগপত্র জমা দিয়ে, বিচার কার্যক্রম শুরুর দাবি জানাই।’

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনেরা হলেন ভাষাসংগ্রামী ও লেখক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ যতীন সরকার, মানবাধিকার কর্মী ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, আইনজীবী ড. শাহদীন মালিক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, লেখক ও নারী নেত্রী মালেকা বেগম, মানবাধিকারকর্মী খুশী কবির, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, গণশিল্পী কফিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট