হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ত্বকী হত্যাকাণ্ডের বিচার শুরুর দাবি ১৫ বিশিষ্টজনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তানভীর মুহাম্মদ ত্বকী। ফাইল ছবি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২ বছরে আদালতে দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার শুরুর দাবি জানিয়েছেন ১৫ বিশিষ্টজন।

আজ রোববার এক বিবৃতিতে এই দাবি জানান। তাঁরা বলেন, ‘২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জে ত্বকীকে দুর্বৃত্তরা হত্যা করে। ১২ বছর পেরিয়ে গেলেও এখনো আদালতে এই হত্যার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। আমরা বারবার বিবৃতি, সংবাদ সম্মেলন, সমাবেশ এবং লেখনীর মাধ্যমে এ হত্যার বিচার দাবি করেছি। কিন্তু বিগত সরকারের এই বিচার প্রক্রিয়া দীর্ঘ ১১ বছর বন্ধ করে রেখেছিল।’

তাঁরা আরও বলেন, ‘৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয় এবং ১৬৪ ধারায় জবানবন্দি দিলে মামলাটি নতুন গতি পায়। বিষয়টি আমাদের আশাবাদী করেছিল। কিন্তু বর্তমানে আবারও বিচার প্রক্রিয়ায় স্থবিরতা লক্ষ করা যাচ্ছে। আমরা দ্রুত অভিযোগপত্র জমা দিয়ে, বিচার কার্যক্রম শুরুর দাবি জানাই।’

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনেরা হলেন ভাষাসংগ্রামী ও লেখক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ যতীন সরকার, মানবাধিকার কর্মী ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, আইনজীবী ড. শাহদীন মালিক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, লেখক ও নারী নেত্রী মালেকা বেগম, মানবাধিকারকর্মী খুশী কবির, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, গণশিল্পী কফিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা