হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় সিমেন্ট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ ও ঢামেক প্রতিনিধি 

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাফিজুর রহমান সোহান (২৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জুন) রাত ৮টায় ফতুল্লার পাগলা বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। 

নিহত সোহান পাগলা পূর্বপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সোহান ছিলেন বড়। এছাড়া স্ত্রী উর্মি আক্তার ও এক মেয়েকে নিয়ে সংসার ছিল তাঁর। সোহান পেশায় একজন সিমেন্ট ব্যবসায়ী। 

সোহানের স্ত্রী উর্মি বলেন, ‘রাত ৮টার দিকে খবর পাই বউবাজার রসূলপুর এলাকার জয়নালের রিকশা গ্যারেজের সামনে কয়েকজন যুবক সোহানকে ছুরিকাঘাত করেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরাও নারায়ণগঞ্জ ছুটে যাই।’ 

নিহতের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে প্রথমে নারায়ণগঞ্জের পপুলার হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল নিয়ে আসি। এখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে। আমার ছেলের বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাত করেছে খুনিরা। কেন আমার ছেলেকে মেরে ফেলল সেই বিষয়টি আমাদের জানা নেই।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ফতুল্লা থানা-পুলিশকে জানানো হয়েছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১