হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় সিমেন্ট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ ও ঢামেক প্রতিনিধি 

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাফিজুর রহমান সোহান (২৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জুন) রাত ৮টায় ফতুল্লার পাগলা বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। 

নিহত সোহান পাগলা পূর্বপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সোহান ছিলেন বড়। এছাড়া স্ত্রী উর্মি আক্তার ও এক মেয়েকে নিয়ে সংসার ছিল তাঁর। সোহান পেশায় একজন সিমেন্ট ব্যবসায়ী। 

সোহানের স্ত্রী উর্মি বলেন, ‘রাত ৮টার দিকে খবর পাই বউবাজার রসূলপুর এলাকার জয়নালের রিকশা গ্যারেজের সামনে কয়েকজন যুবক সোহানকে ছুরিকাঘাত করেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরাও নারায়ণগঞ্জ ছুটে যাই।’ 

নিহতের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে প্রথমে নারায়ণগঞ্জের পপুলার হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল নিয়ে আসি। এখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে। আমার ছেলের বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাত করেছে খুনিরা। কেন আমার ছেলেকে মেরে ফেলল সেই বিষয়টি আমাদের জানা নেই।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ফতুল্লা থানা-পুলিশকে জানানো হয়েছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল