হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা বাঁচাতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের দাবি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবাদীরা। আজ রোববার দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) আয়োজিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান। 

মানববন্ধনে পরিবেশ কর্মী রফিউর রাব্বি বলেন, ‘যাদের কোমরে জোর রয়েছে তারাই নদী দখল করে। শীতলক্ষার তীরের ডাইং কারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে। সারা পৃথিবীতে এক সময় বিশুদ্ধ পানির নদী হিসেবে শীতলক্ষ্যা বিখ্যাত ছিল। ওষুধ তৈরির জন্য শীতলক্ষ্যা নদীর পানি ইউরোপে নিয়ে যাওয়া হতো। বোতলের গায়ে লেখা থাকতো ‘পিওর লক্ষা ওয়াটার’। কিন্তু দখলে দূষণে আজকে শীতলক্ষ্যা নদী বিপন্ন।’ 

এই পরিবেশ কর্মী আরও বলেন, ‘একদিকে শিল্প কারখানার বর্জ্য অন্যদিকে নারায়ণগঞ্জ শহর, ডিএনডি এলাকাসহ শীতলক্ষ্যা নদীর তীরের সব গৃহস্থালি বর্জ্য অপরিশোধিতভাবে শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে। এ অবস্থার অবসান করা না গেলে শীতলক্ষার পানি অচিরেই শোধন করেও ব্যবহার করা যাবে না। বর্তমানে বছরে সাত-আট মাস শীতলক্ষ্যা নদীর পানি ব্যবহারের অনুপযুক্ত থাকছে।’ 

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, নদী বিশেষজ্ঞরা বাংলাদেশে মোট ১২৬টি নদীর অস্তিত্ব খুঁজে পেয়েছে। এর মধ্যে আন্তর্দেশীয় ৫৭ টির মধ্যে ৫৪টি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের প্রতিবেশী দেশ এসব নদীতে বাঁধ দিয়ে প্রবাহ বাধাগ্রস্ত করেছে। দখল-দূষণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন হয়ে নৌপথ ধ্বংস হয়ে যাচ্ছে। 

মানববন্ধনে জেলা বাপার সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক সভাপতিত্বে ও শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, জেলা গণসংহতির নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা