সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। অবরোধকারী শিক্ষার্থীদের অবস্থান শাহবাগ থেকে পরীবাগ হয়ে বাংলামোটর মোড় পর্যন্ত পৌঁছেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ৪টা ৩৫ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা গরমের কারণে ছাতা নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না। আমাদের একটা অংশ মৎস্য ভবন এলাকা অবরোধ করবে। পাশাপাশি ভাগ ভাগ হয়ে পরীবাগ মোড়, কারওয়ান বাজার মোড়ও অবরোধ করবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে এসেছেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি চলছে; পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জনও চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে। এখন আমাদের দাবি শুধু একটাই। অন্য কোনো দাবি নিয়ে আর আন্দোলন করছি না।’