হোম > সারা দেশ > ঢাকা

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। অবরোধকারী শিক্ষার্থীদের অবস্থান শাহবাগ থেকে পরীবাগ হয়ে বাংলামোটর মোড় পর্যন্ত পৌঁছেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ৪টা ৩৫ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা গরমের কারণে ছাতা নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না। আমাদের একটা অংশ মৎস্য ভবন এলাকা অবরোধ করবে। পাশাপাশি ভাগ ভাগ হয়ে পরীবাগ মোড়, কারওয়ান বাজার মোড়ও অবরোধ করবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে এসেছেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি চলছে; পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জনও চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে। এখন আমাদের দাবি শুধু একটাই। অন্য কোনো দাবি নিয়ে আর আন্দোলন করছি না।’

 এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের